বদলগাছীতে বই উৎসব

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩; সময়: ১২:১৯ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছী উপজেলাতেও ২০২৩ ইং সালের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে ।

এ উপলক্ষে রোববার বদলগাছী সরকারি মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে বেলা সাড়ে ১০ টায় বদলগাছী মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যেগে ও সরকারি মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলেদিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন ৪৮ (নওগাঁ-৩) এর মাননীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম।

নতুন বই পাওয়ার আশায় ঐ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের যেন এক আনন্দমেলা বসেছিলো । বই পাওয়া কিছু শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে তাঁরা খুব আনন্দিত।

বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনর্চাজ (ওসি) আতিয়ার রহমান, সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সরকারি মডেল পাইল্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ সিংহ সহ উক্ত স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন