নতুন বছরে মুন্ডুমালা পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়র

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩; সময়: ১২:২২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বরেন্দ্র অঞ্চল : ইংরেজি নববর্ষ-২০২৩ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী মুন্ডুমালা পৌর সভার মেয়র সাইদুর রহমান। বাণীতে মেয়র পৌরবাসীসহ সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে মেয়র সাইদুর রহমান বলেন, অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে ইংরেজি নববর্ষ ২০২২ বিদায় হয়ে ২০২৩ আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষে আমি সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। নতুন সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনুক- আমি এই কামনা করছি।

বাণীতে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার দূরদর্শীপূর্ণ নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন