মোহনপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : মোহনপুরে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে পথ সভায় আলোচনা করেন তারা। পরে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালে উল্লাসে মেতে উঠেন সকল নেতাকর্মীরা।
মোহনপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রুবেল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কাজেম উদ্দিন, সদস্য আব্দুল কাদের মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলেন আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মাহফুজ আলম শিমুলসহ ছাত্রদলের দুই শতার্ধিক নেতাকর্মীরা।