পানির নিচ থেকে ৫ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার
প্রকাশিত:
জানুয়ারি ২, ২০২৩; সময়: ১২:২৯ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : কক্সবাজারের টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিওপির লবণ মাঠ-সংলগ্ন ৫নং স্লুইস গেট এলাকায় পানির নিচে পিলারের সঙ্গে লুকায়িত অবস্থা থেকে এ মাদকের চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক কারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।