বড়াইগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালন
প্রকাশিত:
জানুয়ারি ২, ২০২৩; সময়: ৩:৩৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে সোমবার র্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যাণী বিভিন্ন সড়ক ঘুরে পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগদ বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা। প্রধান অতিথির বক্তৃতা করেন স্থাণীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমূখ।