পোরশায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত:
জানুয়ারি ২, ২০২৩; সময়: ৫:২২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবীল হতে প্রাপ্ত কম্বলগুলি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিক নির্দেশনায় সোমবার বিকালে সংশ্লিষ্ট ইউনিয়নের শীতার্তদের মাঝে বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
পোরশা বাজার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কম্বল বিতরণ সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল্লাহ্ শাহ। এসময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মাহমুদুল হক শাহ্, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, জেলা পরিষদ সদস্য ফারুক মিঞা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।