চারঘাটে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩; সময়: ৮:১৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : চারঘাটে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর যৌথ আয়োজনে শলুয়া ইউনিয়নের হলিদাগাছি গুচ্ছগ্রামে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হলিদাগাছি গুচ্ছ গ্রামের প্রায় ৫ শতাধিক দু:স্থ, গরিব, অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বিশেষকরে এই সেবা ক্যাম্পে শীতকালীন রোগ সমন্ধে জনসচেতনতা, প্রেসার মাপ, স্বর্দি-কাশিসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর প:প: কর্মকর্তা ডা: আশিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তাহমিনা নাজনিন এ্যানি, উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর ডাক্তার, কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন