৪২ জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা প্রদান করলো কর অঞ্চল রাজশাহী

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩; সময়: ২:৩১ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : কর অঞ্চল রাজশাহীর সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। কর অঞ্চল রাজশাহীর ৫টি জেলা ও একটি সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ক্যাটাগরির মোট ৪২ জন সর্বোচ্চ করদাতাদের হাতে বুধবার (৪ ডিসেম্বর) নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও সিআইপি কার্ড তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়কর প্রদানকারীরা কর প্রদানের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করছেন। দেশের উন্নয়ন কর্মকান্ডে আর্থেক যোগান দিতে বৈদেশিক নির্ভরতাকে কমিয়ে আনতে সহায়তা করছে করদাতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহীন আক্তার। কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার নূরুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপিল অঞ্চল রাজশাহীর কর কমিশনার শামীমুর রহমান, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন