তানোরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনার সভার মধ্যদিয়ে জাকজমক ভাবে পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকালে তানোর গোল্লপাড়া বাজার থেকে একটি র্যালী হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোল্লাপাড়া বাজারস্থ আ’ লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’ লীগ সাধারণ সম্পাদক প্রদীপ সরকার।
তানোর উপজেলা ছাত্রলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অথিতির হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক।
পাঁচন্দর ইউনিয়নে আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা আবুল কাশেম, তানোর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক জুযায়ের ইসলাম।
তানোর উপজেলা সৈনিক লীগ সাধারন সম্পাদক বদিউজ্জামান নয়ন, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শামসুল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠনে ৭টি ইউনিয়নের ও ২টি পৌর এলাকার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীরা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।