নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, বেলা গড়ালেও দেখা মিলছে না সূর্যের
প্রকাশিত:
জানুয়ারি ৫, ২০২৩; সময়: ১২:৩৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় চলমান রয়েছে হিমেল বাতাস আর কুয়াশা, ফলে বাড়ছে শীতের তীব্রতা । গত দুই দিন থেকে বিকেলে পযন্ত সূর্যের দেখা মিলেনি নওগাঁয়। ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্ৰি সেলসিয়াস।
নওগাঁ বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, গত ২ দিন থেকেই জেলাজুরে এমন ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। এই ঠান্ডার প্রকোপ আরো বেশ কয়দিন থাকতে পারে।
ঠান্ডায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক কৃষক। সকাল হলেই যাদের জমিতে যেতে হয়, তাদের পড়তে হয়েছে কষ্টের মুখে। ঠান্ডার ফলে জমি তৈরি করতে মাঠে নামতে পাড়ছে না কৃষক।