বগুড়া-৪ আসনে উপনির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে ৯জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিলো। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।
এ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মহাজোট মনোনীত বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, জাকের পার্টির আবদুর রশিদ সরদার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দিন মণ্ডল, স্বতন্ত্র প্রার্থী নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, আলহাজ্ব ইলিয়াস আলী ও আব্দুর রশিদ।
দলীয় সিদ্ধান্তে বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মোশারফ হোসেন গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। এরপর নির্বাচন কমিশন আসন টি শূন্য ঘোষণা করে। গত ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ১ ফেব্রুয়ারি এ আসন নির্বাচন হওয়ার কথা রয়েছে।