গুরুদাসপুরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩; সময়: ৪:৫৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৫নং ধারাবারিষা ইউনিয়নের তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান মো আব্দুল মতিন মাষ্টারকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শিধুলী স্কুল মাঠে ওই সংবর্ধনা প্রদান করেন ধারাবারিষা ইউনিয়নের সকল ইউপি সদস্যরা।

বীর মুক্তিযুদ্ধো রবিউল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো আলাল শেখ, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মো মনিরুল ইসলাম দোলন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ও আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম শরীফসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় দেশের স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন