এনায়েতপুরে র্যাবের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত:
জানুয়ারি ৬, ২০২৩; সময়: ৫:০৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরে র্যাব-১২ এর অভিযানে গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত হাসমত আলী (৩০) এনায়েতপুর থানার ব্রাক্ষণগ্রামের রহম আলীর ছেলে।
র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম জানান, শুক্রবার দুপুরে র্যাব সদস্যরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এনায়েতপুর থানাধীন মন্ডলপাড়া কবর স্থানের সামনে অভিযান চালায়। দুই কেজি গাঁজা সহ ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হাসমত আলী জানান, দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে উদ্ধার কৃত গাঁজা সহ গ্রেরকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়।