সিরাজগঞ্জের কাজিপুর সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের রজত জয়ন্তী ও পুনর্মিলন উৎসব
প্রকাশিত:
জানুয়ারি ৭, ২০২৩; সময়: ৩:৫৫ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কাজিপুর সোনামুখী সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলন উৎসব- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বর্নীল আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন কলেজের সাবেক অধ্যক্ষ এস এম আমিনুল ইসলাম। পরে কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার কাজি মোহাম্মাদ অনিক ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা মোঃ সিদ্দিক হোসেন, কলেজের সাবেক সভাপতি প্রফেসর ডাঃ মোঃ এনামুল হক প্রমুখ।
এদিকে বিকেল থেকে শুরু হয় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান।