সিরাজগঞ্জে ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত 

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩; সময়: ১:৪১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জ কাজিপুরে ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে পাইকপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক আব্দুস সোহবান (৪০) নিহত হয়েছে। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার কান্তনগর ঈশ্বর ঘাট গ্রামের বাসিন্দা ও এলাঙ্গী মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (৮ জানুয়ারী) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাজিপুর উপজেলার পাইকপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি শ্যামল কুমার দত্ত জানান, নিহত সোবাহান সোনামুখী কনসেডিয়াম আল-জামিয়াতুল মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার উদ্দ্যোশে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। উপজেলার পাইকপাড়া এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের
মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন