মহাদেবপুরে বৈদুতিক মিটার চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক ডিজিটাল মিটার চোর চক্রের ৭ সদস্যকে চুরি করা মিটারসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে ওসি মোজাফফর হোসেন জানান, গত রোববার রাতে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলা সদরের আনন্দনগর গ্রামের মৃত লতিফ হোসেনের পুত্র মাসুদ রানা (৩২), ইসলাম মন্ডলের পুত্র শহীদ মন্ডল (৩২), কাদোয়া বটতলা পশ্চিমপাড়া গ্রামের রঞ্জু সরদারের পুত্র রবিন সরদার (২৫), আনোয়ার হোসেনের পুত্র আশিক হোসেন (২৩), চকরামপুর মৃধ্যাপাড়া গ্রামের কিনা হোসেনের পুত্র ইউসন হোসেন (২৪), হাবিবুর রহমানের পুত্র হারুন অর রশিদ (২৫) ও জয়পুরহাট জেলা সদরের শিমুলিয়া গ্রামের আব্দুল আলিম মন্ডলের পুত্র জাহাঙ্গীর আলম (৩০)।
সম্প্রতি সময়ে উপজেলার বিভিন্ন শিল্প কলকারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার চুরি হয়। মিটার চোরেরা একটি চিরকুটে তাদের সাথে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে রেখে যায়। সেই নম্বরে যোগাযোগ করা হলে তারা চাঁদা দাবি করে।
দাবির টাকা বিকাশে পরিশোধ করলে তারা চুরি যাওয়া মিটার ফেরৎ দেয়। থানা পুলিশ ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া একটি মিটার ও চোরেদের ব্যবহৃত ছয়টি মোবাইলফোন সেট উদ্ধার করে।