চলতি বছরেই আসছে বহুল প্রতীক্ষিত ১৫ ইঞ্চির ম্যাকবুক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩; সময়: ১২:১৬ pm | 
খবর > তথ্য-প্রযুক্তি

পদ্মাটাইমস ডেস্ক : গত বছর টেক জায়ান্ট অ্যাপল ১৩ ইঞ্চির ম্যাকবুক এয়ার ল্যাপটপ বাজারে এনেছিল। সেই ধারাবাহিকতায় এবার ১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে চলতি বছরের শেষের দিকে ম্যাকবুকটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদন অনুসারে এই ম্যাকবুকটিতে এম-টু চিপ থাকার সম্ভাবনা রয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে আরও বলা হয়, ম্যাকবুকটিতে প্রত্যাশিত সব ধরনের ফিচারই থাকছে। তবে ডিজাইন কিছুটা ১৩ ইঞ্চি ম্যাকবুকের মতোই হবে। তবে এতে এমটু ও এমটু প্রো চিপ ব্যবহারের অপশন থাকছে।

অ্যাপলের কর্মরত একাধিক ব্যক্তি ব্লুমবার্গকে জানিয়েছে, ইতোমধ্যেই ম্যাকবুকের সাপ্লাইয়াররা ডিপ্লো প্যানেল তৈরির কাজ শুরু করেছে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে অ্যাপল চাইছে চলতি বছরের প্রথম কোয়ার্টারের মধ্যেই এটি বাজারে আনতে।

অ্যাপল ম্যাকবুক প্রো ল্যাপটপ সাধারণত ১৪-১৬ ইঞ্চির মধ্যে হওয়া কথা। তবে আসন্ন ম্যাকবুকটি অ্যাপলের সবচেয়ে বড় সাইজের ল্যাপটপ হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।

এই ম্যাকবুকে আগের চেয়ে আরও আপগ্রেড ভার্সনের স্পিকার সিস্টেম, ১০৮০পিক্সেল ক্যামেরা ও ম্যাগা সেফ চার্জিং পোর্ট থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন