মান্দায় প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় একব্যক্তি আটক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩; সময়: ২:০৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তোফাজ্জল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার(১১জানুয়ারি) সকালে উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামে এ ঘটনা ঘটে।

আটক তোফাজ্জল হোসেন উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাবাদ গ্রামের আব্দুর রহমানের ছেলে। পেশায় তিনি একজন নির্মাণশ্রমিক।

স্থানীয়রা জানান, ওই নারী স্বামী দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ নিয়ে প্রবাসে অবস্থান করছেন। এ সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। বুধবার সকালে বাড়ির সবার অগোচরে ওই নারীর ঘরে প্রবেশ করেন তোফাজ্জল হোসেন। বিষয়টি টের পেয়ে তাকে আটক করে আশপাশের লোকজন।

ভিকটিম ওই গৃহবধূ জানান, মোবাইলফোনের সূত্র ধরে তোফাজ্জল হোসেনের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারিরীক সম্পর্ক হয়েছে তাদের মধ্যে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দ্জুনকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন