সুজানগরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩; সময়: ৩:৪৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১১জানুয়ারি) রাতে সুজানগর পৌরসভার ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত খেলায় রওশন ট্রেডার্স দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে আদর্শক্লাবের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন বেগুর সভাপতিত্বে ও কাঁচারীপাড়া ক্লাবের উপদেষ্টা ফারুক-ই-আজমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধচলাকালীন স্থানীয় কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদ মাষ্টার।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাই। আমন্ত্রিত অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক রাশিদুল হক, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী,সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কাঁচারীপাড়া ক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জায়দুল হক জনি। অনুষ্ঠানে কাঁচারীপাড়া ক্লাবের সহ সভাপতি সাইফুল্লাহ ফুল, আমেরিকা প্রবাসী ও সুজানগরের এক সময়কার জনপ্রিয় ফুটবল খেলোয়ার সামছুল আলম, কাঁচারীপাড়া ক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা, ইয়াকুব হোসেন, রাজু আহমেদ,জাকির হোসেন সুজন, জন,শাহীন,জাদু,হিমেল রানা, মিন্টু, সাইফুল, আনিছুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চন্দন সরকারের আয়োজনে এ টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহন করে। স্পন্সর হিসেবে ছিল রওশন ট্রেডার্স এবং টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক যুগান্তর।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন