সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩; সময়: ১:১৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে র‌্যাবের অভিযানে ২২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল কাদের (৩০) কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভাটেরা জঙ্গলপুরের মফিজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার ভোরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব -১২ এর অধিনায়ক মারুফ হোসেনের নেতৃত্বে একটি টিম ঢাকা হতে সিরাজগঞ্জ গামী নাভিলা স্পেশাল পরিবহনে যাত্রীবাহী বাসে অভিযান চালায়। তখন ২২ কেজি ৯০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মারুফকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে গোপনে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সিরাজগঞ্জ জেলাসহ নিকটবর্তী বিভিন্ন জেলায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

পরে উদ্ধার কৃত গাঁজা সহ তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন