“বন্ধু আমরা” সংগঠনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩; সময়: ২:১৪ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে “বন্ধু আমরা” সংগঠনের বন্ধুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীৃ বয়োজ্যৈষ্ঠ জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে সিসিবিভিও-রাজশাহী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বন্ধু আমরা” সংগঠনের সাধারণ সম্পাদক নাসিমা জাহান নীরু, মাহফুজুল ইসলাম লিটন, খালেদা হোসেন, মনিরুল হক লেলিন, সাবিনা ইয়াসমিন শীলা, আরিফ ইথার, মিজানুর রহমান রিপন, সালেহ ইমাম জনি, মোকশেদ আল হাদী রনি । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকনহাট পৌরসভার প্যানেল মেয়র আল মামুন। ।

এছাড়াও সিসিবিভিওর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন নিরাবুল ইসলাম, সৌমিক ডুমরী, সবিতা রানী, নিরঞ্জন কুজুর, ভবেস লাকড়া, ইমরুল সাদাত, প্রেম চাঁদ এক্কা, সুদক্ষন টপ্প্য, কাথারিনা হাঁসদা, রঞ্জিত সাওরীয়া, রাজকুমার রাজেয়াড়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীৃ ২০৪ জন শীতার্ত বয়োজ্যৈষ্ঠ জনগণকে ১টি করে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক এক্কা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন