আদমদীঘিতে ছিনতাই হওয়া ৩ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘিতে ছিনতাই হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হায়েছে।
পুলিশ জানায়, গত বছরের ১৮ নভেম্বর গভীর রাতে আদমদীঘি থেকে সান্তাহারে আসার পথে কলাবাগান (বকুলতলা) নামক স্থানে আওয়ামীলীগ নেতা ও ট্রাক ব্যবসায়ী গোলাম মোস্তফার পথরোধ করে ছিনতাইকারীরা মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরের দিন তিনি বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
সেই মামলার তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে এনামুল হক দুখু নামের ছিনতাইকারী চক্রের এক সদস্যকে বগুড়ার গাবতলী উপজেলার জামির বাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মোস্তফার ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুখুর দেওয়া তথ্য মতে সান্তাহার, নওগাঁ ও নাটোর এলাকায় অভিযান চালিয়ে আরো ২টি ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ছিনতাইকারী চক্রের আরো ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সোনাতলার কোয়ালিপাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে এনামুল হক দুখু (২৪), নাটোর সদরের কান্দিভিটা পূর্বপাড়ার হানিফ আলী শেখের ছেলে গোলাম রাব্বানী (৩২), সিংড়ার জিয়ানীপাড়া গ্রামের মৃত নামাজ আলীর ছেলে মিন্টু প্রামানিক (৩৫), একই উপজেলার দড়ি মহিষমারী গ্রামের মৃত আজাহারের ছেলে এনামুল জামাদার (২৬), মৃত আবেদ আলীর ছেলে আছাদ আলী সরকার (৪৯), নওগাঁর সাহাপুর হিন্দুপাড়ার মৃত অমূল্য চন্দ্র সরকারের ছেলে প্রদীপ (৫০) ও শোলগাছী রামরায়পুর দীঘিরপাড়ের আবুল কালাম আজাদের ছেলে রুবেল (২৫)। আদমদীঘি থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান তথ্যগুলো নিশ্চিত করেছেন।