রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩; সময়: ৯:২২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১ টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া মাছ বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো: মমিনুল ইসলাম (২৫)), পবা থানার বসন্তপুর বাগধানীর হাসিবুর রহমানের ছেলে মো: শিমুল ইসলাম (২৫) ও কর্ণহার থানার দর্শনপাড়ার মো: রেকবুল ইসলামের ছেলে মো: রবিন আলী (২২)।

জানা যায়, শুক্রবার ১৩ জানুয়ারি দুপুর ১ টায় উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) নূর আলম সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান, এসআই মো: নাসির উদ্দিন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পবা থানার বড়গাছী বাজার এলাকা হতে আসামি মো: মমিনুল ইসলামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি মমিনুলের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর আড়াই টায় আসামি শিমুলকে তার বাড়ী হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে বিকেল সাড়ে ৪ টায় অপর আসামি রবিন আলীকে তার বাড়ী হতে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ২০২৩ আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২ টি চোরাই মোটরসাইকেল-সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করে এবং আসামিদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন উদ্ধার করে।

পুলিশ কর্তৃক ২ টি মোটরসাইকেল ও ২ মোবাইল ফোন উদ্ধার সংক্রান্তে গত ৮ জানুয়ারি ২০২৩ শাহমখদুম থানায় ৩ জন আসামি-সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ১ টি উদ্ধারজনিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর হতেই শাহমখদুম থানা পুলিশ সংঘবদ্ধ চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন