সুজানগরে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩; সময়: ৪:৪৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে ইটভাটায় কাঠ পোড়ানোয় উপজেলার কামারদুলিয়ার এইচ এম এফ নামক ইটভাটাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ জানুয়ারি) এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।

ইউএনও তরিকুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা ও পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে ওই ইটভাটা মালিক মুক্তার হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন