বাগমারায় ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩; সময়: ১২:২৭ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় গরীব, দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় চেক বিতরণ উপলক্ষে শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, নির্বাহী কর্মকর্তা উপ প্রাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় ১০৭ জনের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন