বাগমারায় কৃষকলীগ নেতার মায়ের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মা মরজিনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরজিনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
শনিবার দিবাগত রাত ২.৩০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমা মরজিনা খাতুনের বাড়ি বাসুপাড়া ইউনিয়নের দেউলিয়া গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মজিবর রহমানের স্ত্রী।
মরহুমা মরজিনা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।