সিরাজগঞ্জে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বীন আনোয়ার

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩; সময়: ৭:০২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন সাবেক মন্ত্রী পরিষদে সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মনোনিত কবির বিন আনোয়ার। রোববার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভা চত্বরে নাগরিক গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার সভাপতিত্বে আয়োজনে পৌর এলাকার সাধারণ মানুষ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সংবর্ধিত ব্যাক্তিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধিত কবির বিন আনোয়ার তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার নানাভাবে জনগণের পাশে রয়েছে। করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত নানা দূর্যোগে সরকার সসব সময়ই সাধারন মানুষের পাশে থেকেছে। নারীদের উন্নয়নেও এ সরকার অনন্য ভূমিকা রেখেছে। তাই আবারো এই সরকারকেই নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন