সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩; সময়: ৪:৫২ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ার রহিমপুরে  সিএনজি অটোরিক্সার সাথে নসিমনের সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত এবং আরও ৩জন আহত হয়েছেন।
নিহত অন্তর হলদার (৩০) উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হলদারের ছেলে। এদিকে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক  সুমন ঘটনার জানান, বুধবার সকালে অন্তর ও ৪জন যাত্রীর সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সায় তাড়াশের মহিষলুটি বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিলেন।
তারা উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কে উপজেলার রহিমপুরে পৌছলে তাদের বহন করা অটোরিক্সাকে পিছন থেকে একটি নসিমন ধাক্কা দেয়।
তখন চালকের পাশে বসা অন্তর হলদার রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় ও বাকিরা আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন