গোদাগাড়ীর ইউএনও’র শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩; সময়: ১০:৩৮ am | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার করে অন্যায় ভাবে আটক, শারীরিক নির্যাতন , হেরোইন মামলার ভয় দেখিয়ে মামলা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেছেন আইনজীবি সালাহ উদ্দিন বিশ্বাস।

বুধবার (১৮ জানুয়ারী) বেলা ১২ টার দিকে রাজশাহী বারের আইনজীবি সালাহউদ্দীন বিশ্বাস প্রায় ৫ শতাধিক লোকজন নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপিটি তুলে দেন। এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল স্বারকলিপিটি যথাযথভাবে পৌছে দেওয়ার কথা বলেন।

জান যায়, গত ১২ জানুয়ারী প্রাইভেটকার রাখাকে কেন্দ্র করে আইনজীবি সালাহউদ্দীন বিশ্বাসের গাড়ীর চালককে ৭দিনের জেল দেন ভ্রম্যমান আদালত। আইনজীবি সালাহ উদ্দীন বিশ্বাস অভিযোগ করেন, গোদাগাড়ীর ইউএনও মো. জানে আলমের বিরুদ্ধে নিয়মবর্হিরভূত ভাবে মোবাইলকোর্টের মাধ্যমে জরিমানা আদায় ও জেল দেওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ে কর্মকতার কাছে নালিশ করায় প্রতিহিংসা বসত তার গাড়ী চালককে অন্যায়ভাবে জেল দিয়েছে।

আইনজীবি সালাহ উদ্দিন বিশ্বাস জানান, ইউএনও মো, জানে আলমকে প্রত্যাহার করে শাস্তির দাবি জানিয়ে স্বারকলিপি দেয়া হয়।

স্বারকলিপি প্রদানের সময় গোদাগাড়ী নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শান্ত কুমার মজুমদার, রাজশাহী বারের সাবেক সাধারন সম্পাদকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন