মান্দায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশিত:
জানুয়ারি ২১, ২০২৩; সময়: ১১:২৩ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : ‘শুভ কাজে সবার পাশে’ এই শ্লোগান নিয়ে বসুন্ধারা গ্রুপের সহায়তায় নওগাঁর মান্দায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠ’র শুভসংঘ মান্দা উপজেলা শাখা।
শুক্রবার(২০জানুয়ারি) বিকেলে রেবা আখতার আলিম মাদ্রাসা মাঠে এসব কম্বল বিতরণ করে।
এ উপলক্ষে শুভসংঘ মান্দা উপজেলা শাখার সভাপতি সাহাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভসংঘের নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের নওগাঁ প্রতিনিধি ফরিদুল করিম ও মান্দা প্রতিনিধি নজরুল ইসলাম।
শেষে ১৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।