নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩; সময়: ২:৩০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র (কম্বল) অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

রোববার(২২জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের পরিচালনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, সাব-রেজিষ্টার পরিতোষ কুমার অধিকারী, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক সাহান সা, ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, সদস্য নূরুন নবী, মিলন হোসেন, এস,এ সাগর, ইমরান ইসলাম, শাকিল আহমেদ।

উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ৫০ জন দুঃস্থ অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন