মহাদেবপুরে ঘরবাড়ি ভাংচুর করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জোরপূর্বক ঘরবাড়ি ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামে।
এ ঘটনায় উপজেলা সদরের কলাবাগান এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. ঝিন্টু রহমান বাদী হয়ে দক্ষিণ দুলালপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে মো. আইজুল ইসলাম, আইজুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান ও মো. ফরিদ হোসেন, মো. ময়েন উদ্দিন, মো. আনিছুর রহমান, সফাপুর গ্রামের মো. মোবারক মেম্বারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, জিন্টু রহমান গং পৈত্রিক সূত্রে পাপ্ত হয়ে সাড়ে ৬ শতক জমি ভোগ দখল করে আসছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপরোক্ত ব্যক্তিগণ জমিটি তাদের দাবী করে জোরপূর্বকভাবে টিনের তৈরি বাড়িঘর ভাংচুর করে উচ্ছেদ চেষ্টা চালায়। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় ও প্রাণনাশের হুমকী প্রদর্শন করে।
এ বিষয়ে আনিছুর রহমান মোবাইল ফোনে জানান, জমিটি ২০, ৬২ ও ৭২ মূলে পৈত্রিকসূত্রেই তাদের। এ জমিটি তাদের দখলেই আছে। ঝিন্টুর বাবা মতিয়ার রহমান ১৯১২ সালের একটি জাল দলিল করেন। সেই দলিলের মাধ্যমেই তার ছেলেরা তা দখলের চেষ্টা করছেন। ওই দলিলটি বাতিলসহ তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান আছে।
এ বিষয়ে থানার এএসআই মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। উভয়পক্ষকে কাগজপত্র সহ দেখা করতে বলা হয়েছে।