শিবগঞ্জে প্রাথমিকের শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩; সময়: ৬:১৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : : শিবগঞ্জ উপজেলার পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহান আরা বেগম ও সাতজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রধান শিক্ষক ও সাতজন সহকারী শিক্ষককে শোকজ করেছে উপজেলা শিক্ষা অফিস।

উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ স্বাক্ষরিত একপত্রে বলা হয়,  ১৫ জানুয়ারি বেলা ১টা ৩০ মিনিটের দিকে পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন নেই এবং বিদ্যালয়ের সকল কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট মৌখিত অভিযোগ দেন।

তাদের আচরণ সরকারি চাকরি বিধির সুষ্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। পত্রে আরও বলা হয়, প্রধান শিক্ষক ও সাতজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না।

একদিনের বেতন কর্তন করা হবে না তার সন্তোষজনক লিখিত জবাব তিন দিনের কার্যদিবসের মধ্যে ভিন্ন ভিন্নভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এলাকাবাসী জানায়, প্রায় সময় শিক্ষকরা বিদ্যালয়ে দেরিতে আসেন। ঠিকমত বিদ্যালয়ে ক্লাস না হওয়ায় অতিষ্ঠ এলাকাবাসী।

এ বিষয়ে সহকারী শিক্ষক নাজমা বেগমসহ সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের নির্দেশে ওই বিদ্যালয় বন্ধ করা হয়েছে।

একই সঙ্গে শোকজের লিখিত জবাব দেওয়া হয়েছে। তবে প্রধান শিক্ষক জাহান আরা বেগম বিষয়টি অস্বীকার করে বলেন, ওইদিন আমি উপজেলা শিক্ষা অফিসে ছিলাম।

সেখান থেকে এসে দেখি বিদ্যালয় বন্ধ। শোকজের জবাব দেয়া হয়েছে। সহকারী শিক্ষকরা যোগসাজসে এমন ঘটনা ঘটিয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ বলেন, শোকজের লিখিত জবাব এখনো হাতে পাইনি। জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থাসহ একদিনের বেতন কর্তনের সুপারিশ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন