যেখানেই যাই আমার মেয়েকে নিয়ে যাই : পড়শী

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩; সময়: ১:১৪ pm | 
খবর > বিনোদন

পদ্মাটাইমস ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত গায়িকা সাবরিনা পড়শী। শুধু গায়িকা বললে ভুল হবে। কেননা অভিনয়ও করছেন নিয়মিত। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ‘লাভ স্টেশন’।

পড়শী কথার প্রসঙ্গে একপর্যায়ে বলেন, তার এক মেয়ে রয়েছে। যেখানেই যান না কেন সেখানেই মেয়েকে নিয়ে যান। শত কাজের ব্যস্ততার মাঝেও খোঁজ রাখেন মেয়ের। আসলে এই মেয়ে হলো এক পোষ্য বিড়াল।

পড়শী একজন পশুপ্রেমী মানুষ। অসুস্থ অবস্থায় রেসকিউ করেছিলেন এই বিড়ালকে। এরপর ডাক্তারের কাছে নিয়ে যেয়ে চিকিৎসা করেছেন। তারপর থেকেই রয়েছে পড়শির কাছে।

পড়শি জানান, তার বিড়ালের নাম পুটু। শুটিং,কনসার্ট যেখানেই যান না কেন তিনি তার মেয়ে পুটুকে নিয়ে যান। আরও জানান পুটু ছাড়াও তার আরও এক বিড়াল রয়েছে সেই সঙ্গে রয়েছে তার চারটি কুকুর।

বেশ ব্যস্ত সময় পার করছেন পড়শী। আসছে ভালোবাসা দিবসে নিলয়ের সঙ্গে একটি নাটক আসবে। এ ছাড়া হাতে আরও বেশকিছু নাটক ও গানের কাজ রয়েছে তার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন