সিরাজগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩; সময়: ২:৪২ pm | 
খবর > রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া সহ নেতা কর্মিদের মুক্তি, গ্যাস বিদ্যুত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যর মূল্য কমানো সহ ১০ দফা দাবীতে সিরাজগঞ্জে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বুধবার দুপুরে এ সমাবেশ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফার জামান সহ অন্যান্য নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও থানা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা অংশ গ্রহণ করেন।

সমাবেশস্থলে যে কোন ধরণের বিশৃংখলা মোকাবেলায় বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়ন ছিল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন