আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক স্টোকস

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩; সময়: ১২:৪০ pm | 
খবর > খেলা

পদ্মাটাইমস ডেস্ক :  ইংলিশ তারকা বেন স্টোকসকে অধিনায়ক করে ২০২২ সালের বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গত বছরের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই এই একাদশ ঘোষণা করেছে আইসিসি। ২০২২ সালের মাঝামাঝি সময়ে ইংলিশদের অধিনায়কত্ব নেওয়ার পর পুরো দলটিকেই বদলে দিয়েছে স্টোকস। তার অধীনে ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে থ্রি লায়ন্সরা। ব্যাট-বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। গেল বছর ব্যাট হাতে ২৬ ইনিংসে দুই সেঞ্চুরিতে ৮৭০ রান করেন ইংলিশ অধিনায়ক। আর বল হাতে নিয়েছেন ২৬ উইকেট।

একাদশে সর্বোচ্চ চার ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়া থেকে। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন ৩ ক্রিকেটার। এ ছাড়া ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার থেকে এসেছেন একজন করে। আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে সুযোগ পায়নি বাংলাদেশের কোনো ক্রিকেটার।

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, বাবর আজম, জনি বেয়ারস্টো, ঋষভ পান্থ, ক্রেইগ ব্র্যাথওয়েট, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথাল লায়ন, জেমস এন্ডারসন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন