নিয়ামতপুরে রাস্তার সরকারী গাছ কাটার অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩; সময়: ৩:৩৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নিয়ামতপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের মৃত-আব্দুল করিমের ছেলে সাবেক ইউপি সদস্য রেজাউল করিম, মৃত- মহির উদ্দিনের ছেলে মন্তাজ আলী ও ফজলুর ছেলে মর্তুজার বিরুদ্ধে।

২৩ জানুয়ারী সোমবার উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের সরকারী রাস্তার পাশের্^ তিন আমগাছ কেটে নিয়েছে ঐ অভিযুক্ত ব্যক্তিরা।

এ বিষয়ে জনস্বার্থে একই গ্রামের মৃত- আলাউদ্দিনের ছেলে ইয়াসিন সরদার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঐ দিন রাস্তার ধারে মাঝারী সাইজের তিনটি আমগাছ রেজাউল করিম, মন্তাজ আলী ও মর্তুজার লোকজন কেটে নিয়ে যায়। কর্তনকৃত আমগাছগুলির আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের পাশের্^ সরকারি রাস্তায় তিনটি মাঝারি আমগাছ ছিল। ২৩ জানুয়ারী সোমবার অভিযুক্ত ব্যক্তিরা লোক লাগিয়ে গাছগুলো তিনি কেটে ফেলেন। এরপর স্থানীয় ব্যক্তিরা উপজেলা ভূমি অফিসে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত রেজাউল ইসলাম বলেন, গাছগুলো আমাদের লাগানো, তাই গাছগুলি কেটে নিয়েছি।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন