নওহাটায় রাস্তা সিসি দ্বারা উন্নয়ন ও পুকুরে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩; সময়: ৫:৫৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর নওহাটা পৌরসভায় রাস্তা সিসি দ্বারা উন্নয়ন ও পুকুরে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পুঠিয়াপাড়া গ্রামে প্রধান অতিথি থেকে নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এডিপি’র অর্থায়নে পৌরসভার আলতাবের দোকান হতে পুঠিয়াপাড়া হাইস্কুল হয়ে প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তা সিসি দ্বারা উন্নয়ন ও পুঠিয়াপাড়া হাইস্কুলের রাস্তার পাশে পুকুরে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী সাজাহান আলী, নওহাটা পৌর প্যানেল মেয়র-১ ও নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর কাউন্সিলর মাসুদ পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়াপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান, শিক্ষক শাহীন হোসেন, পুঠিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার, শিক্ষক আরজু খাতুন, নওহাটা পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক মাজদার আলী, পৌর প্রকৌশলী আব্দুর রউফ, রহিম উদ্দিন তৌফিকুল ইসলাম, পৌর কার্যসহকারি রাকিবুল ইসলাম, পৌর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন