গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১জানুয়ারী) গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের ওই নবীণ বরণ অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরান তেলোয়াত, গীতাপাঠ শেষে ফুল ও উপহার দিয়ে ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেন ওই প্রতিষ্ঠানের স্কাউট ও গালর্সগাইডের শিক্ষার্থীরা।
গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠনে বক্তব্য রাখেন, প্রধান অতিথি গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।
বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান শাকিল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জান, একাডেমিক সুপার ভাইজার মোঃ বজলুর রহমান, সাবেক সভাপতি উপাধক্ষ্য মোঃ আবুল কাশেম, গুরুদাসপুর পেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদ ও সাধরণ সম্পাদক প্রভাষক মাজেম আলী মলিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে স্থানীয় ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।