কচুয়ায় পালাখাল উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩; সময়: ১১:৪১ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ইমাম হোসেন সোহাগ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যাহ পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাতা সদস্য ডা. স্বাধীন চৌধুরী, সদস্য ইয়ার আহমেদ মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন