রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির মিলন মেলা ও বনভোজন

নিজস্ব প্রতিবেদক : রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার বার্ষিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর চৈতির বাগানে এর আয়োজন করা হয়।
রেস্তোরাঁ মালিকি সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সমিতির উপদেষ্টা ও বিশিষ্টি সমাজসেবক আজিজুল আলম বেন্টু, উপদেষ্টা এহসানুল হুদা দুলু, হাসিনুর রহমান টিংকু।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল গাফ্ফার, নবকুমার ঘোষ, আবু তাহের, কামরুল হাসান সোহান, রাশেদ ইসলাম, ইমতিয়াজ জামিল দ্বীপন, নাবিলা নওরিন, আব্দুস সালাম, মো: রাজিব, আইনুল হক, শহিদুল ইসলাম পান্না প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবাধনে ছিলেন রেজাউল হাসান রুবেল।
শতাধিক রেস্তোরাঁ ব্যবসায়ী ও পরিবার মিলিয়ে আড়াইশত জনের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনা আনন্দ ও মনোরম পরিবেশে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মিলন মেলা ও বনভোজন ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান ও সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিংকু পুনরায় দুই বছর মেয়াদের সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে। এছাড়াও র্যাফেল ড্র ও আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।