সুজানগরে ১৬০ কেজি জাটকা মাছ জব্দ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩; সময়: ৩:৫৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ১৬০ কেজি জাটকা (ছোট ইলিশ) মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। বুধবার(০৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভিটবিলা,খলিলপুর,নাজিরগঞ্জ,গোয়ারিয়া ও শ্যামগঞ্জ বাজারে বিক্রি করার সময় অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়।

জানাযায়, গত নভেম্বর মাসের ৯ তারিখ থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা (ছোট ইলিশ) মাছ ধরা, সংরক্ষণ, পরিবহন ও বিপণন দন্ডনীয় অপরাধ। কিন্তু সরকারি সেই আদেশ উপেক্ষা করে ওই সকল বাজারে বিক্রি করার সময় ১৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।

এ সময় বিক্রয়কারীদের এ ব্যাপারে সতর্ক করা হয়। পরে ঝাটকা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।

সুজানগর উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম স্যারের নির্দেশক্রমে এদিন সকালে অভিযান চালিয়ে ১৬০ কেজি ঝাটকা (ছোট ইলিশ) মাছ জব্দ করা হয়। এবং পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম স্যারের পরামর্শ অনুযায়ী উপজেলার বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান,সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন