আবাসিক হোটেলে অসামাজিক কাজ, তরুণ-তরুণীসহ আটক ১০
প্রকাশিত:
ফেব্রুয়ারি ৯, ২০২৩; সময়: ৭:১৪ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : বগুড়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে এক আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের মাটিডালি বিমান মোড়ের টাইম স্কয়ার থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। তাদের সকলের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। আটককৃত নারীদের বাড়ি নোয়াখালী, নওগাঁ, জয়পুরহাট, বাগেরহাট ও বগুড়ায়। পুরুষদের সবার বাড়ি বগুড়ায়।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদের আটক করা হয় বলে জানান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ।
তিনি বলেন, দুপুর দেড়টার দিকে ৯৯৯ নম্বরে কল আসে শহরের মাটিডালির এক আবাসিক হোটেলে ‘অসামাজিক’ কাজ চলছে। পরে সেখানে অভিযান চালিয়ে সাত নারীসহ ১০ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।