সুজানগর উপজেলা হযরত শাহ্জালাল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩; সময়: ৩:৫৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক , সুজানগর : সুজানগর উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ) একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ) একাডেমীর সহকারী শিক্ষক(ক্রীড়া) শ্রী জয়ন্ত কুমার কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা মর্জিনা খাতুন,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম,উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ) একাডেমীর পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা।

অন্যদের মাঝে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও পৌর কাউন্সিলর জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ) একাডেমীর অধ্যক্ষ আশরাফ আলী।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন