কাভার্ডভ্যানে পৃষ্ট হলো দুই বন্ধু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : ঈদগাঁওতে মালবাহী কাভার্ডভ্যানের চাপায় পৃষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ওই ইউনিয়নের চান্দেরঘোনা কাটামোরা এলাকার মৃত আব্দুস সমদের ছেলে সৌদি প্রবাসী নুরুল আজিম (২৬) ও আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২১)।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের তথ্যমতে গোলাম কবীর বলেন, সকালে আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী মোটর সাইকেল নিয়ে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিল। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাঁদের ঘোনা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখি একটি কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে বলে জানান ওসি।
তিনি আরো জানান, নিহতদের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে। স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন জানিয়েছে।