নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নেচে গেয়ে ও আনন্দ শোভাযাত্রাসহ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। সেখানে কলেজ চত্বরের বটতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা সাজে সেজে, নেচে গেয়ে আনন্দের সাথে এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। আনন্দ উৎসবে আসা শিক্ষার্থীরা বলতে থাকে ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত। বাঙ্গালীর উৎসব, বাংলার ঐতিহ্য।
করোনাকালীন সময়ে তাদের কলেজে ছিল না কোন প্রাণের স্পন্দন। এবার তাদের মনে হচ্ছে সবার মাঝে যেন প্রাণের স্পন্দন জেগেছে। কলেজে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বসন্তের প্রথম দিনের সাথে ভালবাসা দিবস হওয়ায় আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। তারা সবাইকে বসন্তের শুভেচ্ছা জানায়, ভালবাসা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। আজ তারা সারাদিন আনন্দে কাটাবে বলে জানায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল লতিফ মিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম জানান, এ উৎসব বাঙ্গালীর নিজস্ব উৎসব। এ উৎসব জাতি, ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়। এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়।
তারা চান কলেজের শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে হিংসামুক্ত পরিবেশে বড় হোক। তারা দেশের উন্নয়নে আত্মনিয়োগ করুক।