নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পহেলা ফাল্গুনে পিঠা উৎসব

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩; সময়: ৬:৪৪ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : বসন্তবরণ উদ্যাপন উপলক্ষে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস চত্বরে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী বর্ণিল আয়োজনে বিশ^বিদ্যালয়ের ছয়টি বিভাগ নিজ নিজ বিভাগের পক্ষ থেকে বাহারি রকমের পিঠা নিয়ে স্টল দেন। পিঠা উৎসবকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় প্রাণের মেলায় পরিণত হয়।

শিক্ষার্থীদের হলুদ পাঞ্জাবি ও বাসন্তী শাড়ী, খোপায় গাঁদা ফুল আর কপালে লাল টিপ যেন বসন্তের জানান দেয়। দিনব্যাপী এই আয়োজনে ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদসহ উর্ধতন কর্মকর্তাগণ পিঠা স্টল পরিদর্শন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন