বাগমারায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আগমন উপলক্ষে মহিলা লীগের প্রস্তুতি সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩; সময়: ৫:৫০ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় আগামী ১৮ ফেব্রুয়ারি আগমন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা মহিলা লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, মহিলা লীগের সহ-সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক রেশমা খাতুন, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন প্রমুখ।

প্রস্তুতি সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন