খুলনাকে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি
প্রকাশিত:
ফেব্রুয়ারি ১৬, ২০২৩; সময়: ৬:২৭ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক, রাবি : আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে- ২০২৩ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়কে (খুবি) ৪০ রানে হারিয়ে এই গৌরব অর্জন করে রাবি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনা বিশ্ববিদ্যালয় ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। ফলে রাবি ৪০ রানে জয় পায়।