অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত উৎপল চৌধুরীকে র‍্যাংক ব্যা পরান কমিশনার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩; সময়: ৮:১৩ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম ইউনিট) উৎপল কুমার চৌধুরী পিপিএম গত ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) তাঁকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। সঙ্গে ছিলেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সহধর্মিনী।

এসময় পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ জীবনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

র‍্যাংক ব্যাজ পরিধানের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক অ্যান্ড ডিবি) সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন